প্রকাশ : ০৭ জুন ২০২২, ০০:০০
সেবামূলক প্রতিষ্ঠান গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস। গত ১ জুন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে উপ-সচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানা যায়। জীবন কানাই দাস পেশাগত জীবনে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে অবসরে যান। বর্তমানে তিনি ব্রিটিশ চ্যারিটি প্রতিষ্ঠান স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি পরিচালক এবং বারিধারা ডিওএইচএস পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, চাঁদপুরের কৃতী সন্তান। তাঁর গ্রামের বাড়ি হাইমচর উপজেলায়। তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এমন সম্মানজনক অধিষ্ঠানে অধিষ্ঠিত হওয়ায় জীবন কানাই দাসকে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।