প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ২১:৫২
চিত্রলেখা সিনেমা হলের সাবেক ম্যানেজার ইদ্রিস মিয়ার ইন্তেকাল

চাঁদপুর শহরের বর্তমান রাজু চত্বর এলাকায় বর্তমান সোনালী ব্যাংক প্রধান শাখার জায়গায় ছিলো চিত্রলেখা সিনেমা হল। এই হলের সাবেক ম্যানেজার ও ডিসি অফিস সংলগ্ন জিটি রোড দক্ষিণ নিবাসী মো. ইদ্রিস মিয়া আর বেঁচে নেই। তিনি শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) বেলা ১১টায় সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.......রাজিউন)।
একইদিন বাদ আসর ডিসি অফিস সংলগ্ন বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাও. মো. সাইফুদ্দিন খন্দকার। মরহুমের মেজো ছেলে মো. জিন্নাহ মিয়া বাবার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বাবার কর্মক্ষেত্রের কারণে চাঁদপুরেই তারা স্থায়ী হয়েছেন, চাঁদপুরের মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মরহুমের স্ত্রী ২০১৮ সালে ইন্তেকাল করেন এবং তাকে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। তাকেও স্ত্রীর পাশেই দাফন করা হয়। তিনি মৃত্যুকালে ৩ ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন।