প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৯:২৫
বিমল কান্তি দাশের দুটি কবিতা

বিমল কান্তি দাশের দুটি কবিতা ক্রিয়ার প্রতিক্রিয়া
অমৃতস্যপুত্রা : যতই শক্রিমান,
নিয়তি সকাশে ততই মৃতমান॥
ভ্রান্ত আসক্তিতে সমাজে ঘৃণিত,
অপকর্মের দুর্ভোগ পরোক্ষে ফলিত॥
সজ্জিত ধার্মিকের কতই না ছলনা,
কথায় কথায় অবাঞ্ছিত বাহানা॥
হীন যদি হয় কাহার পৌরুষ,
থাকবে না সত্য প্রকাশে সাহস॥
নিজ দেশে এখনো পরবাসে,
রয়েছে হতভাগারা সর্বস্ব নিঃশেষে॥
যুগে যুগে মানবতার অন্তর্ধান,
শীর্ষে বসে মিথ্যাচারটাই নিদান॥
মবোক্র্যাসির প্রতিক্রিয়া ঘটে সমপরিমাণ,
ইতিহাসেই রয়েছে প্রকৃষ্ট প্রমাণ॥
বিশ্বে যতক্ষণ চলমান থাকবে দ্বিচারিতা,
সুশাসন ততই মরুর ধুধু মরীচিকা॥কুহেলী
কোথায় হারিয়ে গেলো মনুষ্যত্ব,
মানুষের চিরন্তনী সমাজ থেকে;
পইপই করে খুঁজতেছি তাকে
পাওয়া গেল দুরন্ত মব সমাজে।
সে যে হায়! মারাত্মক অসহায়,
সাড়া দিতেই হলো দ্বি-চারিতার ডাকে;
কর্ডেটা পর্বের শ্রেষ্ঠতমেরাই তবে
অমানবিকতায় আক্রান্ত হয়েছে বটে।
নৈতিকার হয়েছে সার্বিক বিলুপ্তি,
অনৈতিকতার নির্মম ফাঁদে;
জনসাধারণ্যে অসহায়ত্ব জীবনের সর্বস্তরে
ফিরে আয় ঘরে মনুষ্যত্ব! বলে শুধুই কাঁদে॥
অনুসন্ধিৎসু যার মন,
প্রত্যক্ষের খোঁজে থাকে অনুক্ষণ;
আবেগে হারায় বিশ্বাস
মনেতে চঞ্চলতা বিরাজে বিলক্ষণ॥