প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২০:২৪
মতলবে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহরোধের আলোচনায় অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ
মাদকাসক্তি ইভটিজিং ও বাল্যবিবাহ আধুনিক সভ্যতার বিপজ্জনক রোগ

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেছেন, মাদকাসক্তি, ইভটিজিং ও বাল্যবিবাহ আধুনিক সভ্যতার বিপজ্জনক রোগ। মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা কম-বেশি জানি। যে একবার নেশাগ্রস্ত হয়, সেখান থেকে তার বের হয়ে আসা অনেক কঠিন হয়ে পড়ে। মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে তরুণ প্রজন্ম। শহর থেকে গ্রাম, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্রই মাদক পাওয়া যাচ্ছে হাতের নাগালে। মাদকের কারণে বেড়ে যাচ্ছে সামাজিক অবক্ষয়।
|আরো খবর
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা যে কোনো সামাজিক অবক্ষয় ও যে কোনো প্রয়োজনে ৯৯৯ ফোন দিতে পারবেন। তবে বিনা কারণে কেউ ফোন দিবেন না। আপনাদের স্কুলে আসা যাওয়ার পথে কেউ ডিস্টার্ব করলে আমাকে জানাবেন। এছাড়াও বাল্য বিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সাথে জনসচেতনতামূলক আলোচনা করেন।
মতলব দক্ষিণ উপজেলার সর্ব-প্রথম ডে কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমিতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহরোধে করণীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুরে তিনি এ কথাগুলো বলেন।
লিটল স্কলার্স একাডেমির পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন খানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সেলিম প্রধানীয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির, পরিচালক শাহআলম বাদল ও পরিচালক মো. আমির খান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চন্দ্র সাহা, আল আমিন ভূইয়া, মিজানুর রহমান, আবু বকর সিদ্দিক, তাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদৌসি, মো. ফারুক, মো. মাঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, আশিকুল ইসলাম প্রমুখ।
চাঁদপুর জেলায় এক বছরে ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পরিচালক, শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে ওসিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।