প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৭:১০
ফরিদগঞ্জে চোরাই সিএনজি অটো রিকশাসহ আটক ১

ফরিদগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই সিএনজি অটোরিকশাসহ মো. মহিন (২৬) নামে একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
|আরো খবর
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, সোমবার (১৮ আগস্ট ২০২৫) দিবাগত গভীর রাতে থানা পুলিশ গোপনসূত্রে সাংবাদ পেয়ে চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর সড়কের নারকেলতলা এলাকা থেকে মো. মহিন (২৬) কে আটক করে। এ সময়ে তার কাছ থেকে ইতঃপূর্বে চুরি হওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) তাকে ফরিদগঞ্জ থানার মামলা (নং-২৭, তারিখ-১৯/৮/২৫খ্রিঃ, ধারা-৪১৩ পেনাল কোড)-এ চাঁদপুর আদালতে পাঠানো হয়।