প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৯:৩১
মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি আমিনুল ইসলাম

বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদণ্ডের আলোকে জুলাই -২০২৫ ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেপ্তার ও ওয়ারেন্ট তামিলসহ আইন শৃঙ্খলা রক্ষায় মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম।
|আরো খবর
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকাল ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স হলরুমে মাসিক কল্যাণ সভায় জুলাই মাসের পারফরম্যান্স বিবেচনায় মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আমিনুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) নোবেল চাকমা। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান ও সহকারী পুলিশ সুপার শাকিল (শিক্ষানবিশ) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।