মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২১:০৯

চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেখ ফরিদ আহমেদ মানিকসহ চাঁদপুরের পাঁচটি আসনে ধানের শীষ প্রার্থীদের জয়লাভ করাতে হবে ----অ্যাড. সলিম উল্যাহ সেলিম

স্টাফ রিপোর্টার
শেখ ফরিদ আহমেদ মানিকসহ চাঁদপুরের পাঁচটি আসনে ধানের শীষ প্রার্থীদের জয়লাভ করাতে হবে  ----অ্যাড. সলিম উল্যাহ সেলিম

নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নির্বাচনী উৎসবে পরিণত হয়। নানা সাজে সজ্জিত হয়ে নেতা-কর্মীরা র‌্যালি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করে। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝির সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুল আরেফিন খানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছুল আলম সূর্য। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিমুছ সালাম, চাঁদপুর পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুন-অর-রশিদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজালাল মিশন ও জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ। এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সকল ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেন, বিএনপি লড়াই-সংগ্রাম- আন্দোলনে অব্যাহতভাবে ব্যাপৃত আছে। আজকে বিএনপির বিরুদ্ধে, বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানসহ সকল জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র হচ্ছে। দীর্ঘ ১৭-১৮ বছর তারেক রহমানের নেতৃত্বে আমরা-আপনারা সকলে মিলে নির্যাতনের শিকার হয়েছি। হামলা-মামলার শিকার হয়েছি। বিএনপি এখনো রাজপথ ছাড়ে নি। আমাদের দাবি ছিলো, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আজকের নব্য শক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। স্বাধীনতা বিরোধী জামাত-শিবির, নাবালক দল এনসিপি (যারা অনিবন্ধিত দল) ও কিছু ধর্ম ব্যবসায়ী ষড়যন্ত্রে লিপ্ত। তারা জানে, দেশে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, বিএনপির সাথে কেউ মাঠে থাকার ক্ষমতা রাখে না। আমরা জনগণের শক্তিতে, দলীয় নেতা-কর্মী-সমর্থকে বলীয়ান।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা শপথ নিতে চাই— বিএনপি ক্ষমতায় আসে নাই। দলের বদনাম হবে এমন কর্মকাণ্ড করা যাবে না। এ কথা স্মরণ রাখতে হবে। শুধু স্বেচ্ছাসেবক দল নয়, আমাদের বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী যারা আছেন—সকলকে মনে রাখতে হবে আমরা বিএনপি ক্ষমতায় আসি নাই। আমরা লড়াই-সংগ্রাম আন্দোলনে আছি। আমরা কোনো অবস্থাতে চাঁদাবাজি-দখলবাজিতে জড়াবো না। দলের বদনাম হয় এমন কিছু করা যাবে না। যারা ষড়যন্ত্র করতে চায়, যারা পিআর চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। প্রমাণ করবেন, আপনারা বিএনপির চালিকা শক্তি।

অ্যাড. সেলিম স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। চাঁদপুরের পাঁচটি আসনে ধানের শীষের প্রার্থীদের জয়লাভ করাতে হবে। চাঁদপুর সদর আসনে দলের ত্যাগী নির্যাতিত নেতা, আমাদের অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিককে এমপি বানাতে হবে এবং সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

পরে নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্বেচ্ছাসেবক দল চাঁদপুর শহরের লেকেরপাড় অঙ্গীকারের বিপরীতে রেললাইনের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম। এখানে বিভিন্ন ধরনের একাধিক গাছের চারা রোপণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়