মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৭:১৯

জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভায় চাঁদপুরের জেলা প্রশাসক

শ্রমিকদের সমস্যার সমাধান করতে হবে

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ।।
শ্রমিকদের সমস্যার সমাধান করতে হবে
জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির তৃতীয় সভায় সভাপ্রধানের বক্তব্য রাখছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

শিল্প সেক্টরে শ্রম সংকট সৃষ্টির আশংকা ও সৃষ্ট শ্রম সংকট নিরসনকল্পে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনায় লক্ষ্যে গঠিত

জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির তৃতীয় সভা চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে

জেলা প্রশাসন, চাঁদপুর, বিভাগীয় শ্রম দপ্তর, নারায়ণগঞ্জ এবং শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর-এর যৌথ আয়োজনে এ সভা আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে এ সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভাগীয় শ্রম দপ্তর নারায়ণগঞ্জ-এর পরিচালক আফিফা বেগম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ (সার্কেল) মুকুর চাকমা, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার তপন বেপারী, চাঁদপুর শ্রমকল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, চাঁদপুর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাঁদপুর জেলার প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম, চাঁদপুর প্রেসক্লাব সদস্য মো. মিজানুর রহমান, চাঁদপুর রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আলম, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান বাদল, সাধারণ সম্পাদক ও বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন নেতা হাবিবুর রহমান ভূঁইয়া, পরিবহন শ্রমিক নেতা আবুল কালাম মন্টু, চাঁদপুর দর্পণের প্রতিনিধি সুজনসহ শ্রম অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে বড়ো ধরনের শিল্প কলকারখানা না থাকলেও নদী বন্দর, সড়কে পরিবহন শ্রমিকসহ গার্মেন্টস, হোটেল রেস্তোরাঁ, রাইস মিল, লবণ মিল, পণ্য পরিবহনের আমদানি রপ্তানির শ্রমিক এবং অন্যান্য যে সকল শ্রমিকরা রয়েছে তাদের কল্যাণে শ্রম অধিদপ্তর কাজ করছে। আমরা চাই শ্রমিকদের সমস্যার সমাধান করতে হবে। এ ব্যাপারে শ্রমিক সংশ্লিষ্ট সরকারি দপ্তরের যারা আছেন তাদের কার্যক্রমকে আরো জোরদার করতে হবে এবং এর সেবা সাধারণ শ্রমিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। চাঁদপুরে যাতে শ্রমিক অসন্তোষ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন জেলা প্রশাসক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়