প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২১:৩১
মতলবে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি
বসতঘরে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা, মানববন্ধন কর্মসূচিতে ফাঁসির দাবি

মতলব দক্ষিণ উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা নাগদা গ্রামের বেলজিয়ামে অবস্থানরত প্রবাসী মেহেদী হাসান অনন্তের বসতঘর ভাংচুর করেছে। পরে বিক্ষুব্ধ জনতা প্রবাসীর বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এর আগে তাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থী ও এলাকার লোকজন মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকেলে মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে।
|আরো খবর
সরেজমিনে জানা যায়, উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের উত্তর নাগদা গ্রামের বেলজিয়াম প্রবাসী মেহেদী হাসান অনন্ত তার নিজ ফেসবুক আইডিতে আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে গত রোববার (১৭ আগস্ট) কটুক্তি করে স্ট্যাটাস দেয়। তার ফেসবুক পোস্ট দেখে এলাকার সকল ইসলাম প্রিয় তৌহিদী জনতা বিক্ষোভ ফেটে পড়ে। বিভিন্ন দিক থেকে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল নিয়ে নাগদা বাজার এলাকায় উপস্থিত হয়। ওই সময়ে বিক্ষুব্ধ জনতা প্রবাসী মেহেদী হাসান অনন্তের বসতঘর ভাংচুর ও ঘরে আগুন ধরিয়ে দেয়। মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করে। মানববন্ধনস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মিজ মুনতাহিনা পৃথুলা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স। মানববন্ধনে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় অভিযোগে প্রবাসী মেহেদী হাসান অনন্তের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবি করেন।
জানা গেছে, অভিযুক্ত যুবক মেহেদী হাসান অনন্ত (২৪) ওই গ্রামের আব্দুর রব বকাউলের ছেলে। সে ২০২২ সালের অক্টোবরে স্টুডেন্ট ভিসায় বেলজিয়ামে গিয়েছিলো। পরে সে বেলজিয়ামের এক তরুণীকে বিয়ে করে সেখানে নাগরিকত্ব নিয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ বলেন, মানববন্ধন কর্মসূচির বিষয়টি আমরা অবগত ছিলাম। বিক্ষুব্ধ তৌহিদী জনতা তার বসতঘর ভাংচুরের বিষয়টি জেনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, আপনারা নিজেরা আইন হাতে তুলে নিবেন না। ওই যুবককে বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে। আপনারা শান্ত থাকুন। আমরা অবশ্যই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো।