শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৩

মতলবে ঋণগ্রস্ত ব্যবসায়ীর আত্মহত্যা

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে ঋণগ্রস্ত ব্যবসায়ীর আত্মহত্যা

মতলব দক্ষিণে ঋণগ্রস্ত হয়ে প্রণব চন্দ্র দাস (৪৫) নামের এক পান ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫)  উপাদী দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পিংড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়িক ও পারিবারিক বিভিন্ন কারণে ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে চাপে ছিলেন প্রণব দাস। ঘটনার দিন সকালে পরিবারের সকলের অগোচরে তিনি নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

প্রণবের স্ত্রী শিলা রাণী বলেন, গত ক'দিন যাবত আমার স্বামী ব্যবসায়িক ও পারিবারিক ঋণের কারণে সবসময় দুশ্চিন্তায় থাকতেন। কারো সাথে কোনো কিছু বলতেন না। প্রতিদিনের মতো এদিন সকালে আমি রান্না ঘরে কাজের জন্যে যাই। পরে ঘরে এসে দেখি, ফ্যানের সাথে আমার মেয়ের ওড়না দিয়ে পেঁচিয়ে স্বামী ঝুলে আছে। বাড়ির লোকজন এসে তাকে চাঁদপুর জেনারেল  হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়