রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৯:১২

চাঁদপুর রোটারী ক্লাবের ৫২তম চার্টার দিবস উপলক্ষে সভাপতির কথা

অনলাইন ডেস্ক
চাঁদপুর রোটারী ক্লাবের ৫২তম চার্টার দিবস উপলক্ষে সভাপতির কথা

আজ ১২ এপ্রিল চাঁদপুর রোটারী ক্লাবের চার্টার ডে। ১৯৭৪ সালের ১২ এপ্রিল রোটারী ইন্টারন্যাশনাল থেকে চাঁদপুর রোটারী ক্লাব সনদপ্রাপ্ত হয়। এ উপলক্ষে ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের আয়োচন করা হয়েছে। এছাড়া ক্লাবের সব সদস্যের জন্যে রয়েছে আকর্ষণীয় উপহার সামগ্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর রোটারী ক্লাবের প্রবীণ রোটা. সুভাষ চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্লাবের প্রাক্তন সভাপতিবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭০ সালের ২০ নভেম্বর চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিষ্ঠা করা হয়। চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিষ্ঠার মাধ্যমে চাঁদপুর শহর তথা এ অঞ্চলে রোটারীর পথচলা শুরু হয়েছিলো। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মরহুম রোটারিয়ান ডা. নূরুর রহমানের অনুপ্রেরণায় চাঁদপুর রোটারী অঙ্গনে প্রবেশ করে। ১৯৭০ সালে ক্লাবের প্রতিষ্ঠা হলেও ক’মাস পরই মহান মুক্তিযুদ্ধ এবং দেশ স্বাধীনের পর নানা কারণে ক্লাবের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে কিছুটা দেরি হয়। পরবর্তীতে ১৯৭৪ সালের ১২ এপ্রিল রোটারী ইন্টারন্যাশনাল থেকে চাঁদপুর রোটারী ক্লাব চার্টার লাভ করে।

চাঁদপুর রোটারী ক্লাবের ৫৪তম সভাপতি হিসেবে ক্লাবের সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক।

রোটা. অ্যাড. নজরুল ইসলাম, পিএইচএফ, সভাপতি (২০২৪-২০২৫), চাঁদপুর রোটারী ক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়