প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২৩:২০
চাঁদপুর রোটারী ক্লাবের ৫৫তম অভিষেকে দায়িত্ব হস্তান্তর

১৯৭০ সালে প্রতিষ্ঠিত দেশের সপ্তম রোটারী ক্লাব চাঁদপুর রোটারী ক্লাবের ৫৫তম অভিষেক অনুষ্ঠান শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় বাবুরহাট সরকারি শিশু পরিবারে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ছবিতে (ডান থেকে) বিদায়ী সভাপতি (২০২৪-২০২৫) অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম নবাগত সভাপতি (২০২৫-২০২৬) মো. মোস্তফা (ফুল মিয়া)কে এবং বিদায়ী সেক্রেটারী মাহবুবুর রহমান সুমন নবাগত সেক্রেটারী নাজিমুল ইসলাম এমিলকে কলার পরিয়ে দায়িত্ব হস্তান্তর করছেন।








