বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:১০

চাঁদপুর রোটারী ক্লাবের ৫৫তম অভিষেক

সমাজসেবা'র মহাপরিচালক প্রধান অতিথি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর রোটারী ক্লাবের ৫৫তম অভিষেক

শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর রোটারী ক্লাবের ৫৫তম অভিষেক অনুষ্ঠান। এবার অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র থেকে কিছুটা দূরে। বাবুরহাট পুলিশ লাইন্স সংলগ্ন সরকারি শিশু পরিবারে বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান। বিশেষ অতিথি থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার মো. রবিউল হাসান।

এছাড়া চাঁদপুরের কৃতী সন্তান ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মাহবুবুল করিম লিটনকে সম্মাননা এবং মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা মো. মাকসুদুল হক বাবলুকে প্রদান করা হবে আজীবন সম্মাননা। অনুষ্ঠানে চাঁদপুরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ, রোটারী ডিস্ট্রিক্টের সিনিয়র রোটারিয়ানবৃন্দ, বিভিন্ন রোটারী ক্লাবের প্রেসিডেন্ট-সেক্রেটারীসহ রোটারিয়ান, রোটারী অ্যানস্, রোটার‌্যাক্টর ও অতিথিবৃন্দ অংশ নেবেন।

চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তফা ফুল মিয়া ও সেক্রেটারী রোটা. নাজিমুল ইসলাম এমিল আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। এছাড়া অভিষেক অনুষ্ঠান উপলক্ষে চাঁদপুর রোটারী ক্লাব বেশ ক'টি প্রকল্প সম্পন্ন করবে।

উল্লেখ্য, ১৯৭০ সালের ২০ নভেম্বর চাঁদপুর রোটারী ক্লাবের শুভ সূচনা হয়। এ ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে চাঁদপুর শহর তথা এ অঞ্চলে রোটারীর পথচলা শুরু হয়েছিলো। ইতোমধ্যে চাঁদপুর রোটারী ক্লাব চাঁদপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলায় নানা সেবামূলক কাজের মাধ্যমে রোটারী অঙ্গনে একটি বিশেষ স্থান দখল করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়