রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৫:১৭

কচুয়ায় শতোর্ধ্ব বিধবা নারীর পাশে রফিকুল ইসলাম রনি

কচুয়ায় শতোর্ধ্ব  বিধবা নারীর পাশে রফিকুল ইসলাম রনি
মো. নাছির উদ্দিন

কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের হাতিরবন্ধ গ্রামের মিয়াজি বাড়ির মৃত বস্কর আলীর শতোর্ধ্ব বয়সী স্ত্রী বৃদ্ধা জায়েদা বেগম অনেক কষ্ট করে দিনাতিপাত করছেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এ বৃদ্ধা নারীর জীবন সংগ্রাম নিয়ে সংবাদ প্রচারের পর বিআরবি কেবলস্ এন্ড ইন্ডাস্ট্রির ম্যানেজার (সেলস্ এন্ড মার্কেটিং) মো. রফিকুল ইসলাম রনির দৃষ্টিগোচর হয়। সংবাদটি দেখে শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) সকালে ওই বৃদ্ধা নারীর জন্যে নগদ টাকা ও কয়েক মাসের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, রফিকুল ইসলাম রনি দীর্ঘদিন ধরে কচুয়ায় গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছেন। এছাড়া কচুয়ায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন। যার ফলে কচুয়ায় তাঁর সুনাম ও খ্যাতি দিন দিন বেড়েই চলেছে। রফিকুল ইসলাম রনি মুঠোফোনে জানান, এনটিভিতে প্রচারিত বৃদ্ধা মায়ের সংবাদটি দেখে আমি সাথে সাথে লোক পাঠিয়ে বৃদ্ধা মায়ের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ঘরটি মেরামত করার জন্যে অর্থ পাঠিয়েছি। আমি আমৃত্যু গরিব, অসহায় ও দরিদ্র মানুষের সেবা করতে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়