প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৯:১৩
চাঁদপুর রোটারী ক্লাবের ৫২তম চার্টার দিবস উপলক্ষে উদযাপন কমিটির চেয়ারম্যানের শুভেচ্ছা কথা

মানব কল্যাণে বহু কর্মের স্বাক্ষর রেখেছে চাঁদপুর রোটারী ক্লাব। সারা বাংলাদেশের মধ্যে অনন্য চাঁদপুর রোটারী ক্লাব। দেখতে দেখতে আমার প্রাণপ্রিয় এ ক্লাবটি ইতোমধ্যে ৫৪ বছর পূরণ করতে সক্ষম হয়েছে। আজ এই ক্লাবটি ৫২তম চার্টারপ্রাপ্তি দিবস। ক্লাবের চলমান কার্যক্রমের পাশাপাশি প্রতি বছরই বিভিন্ন সামাজিক ও সমাজ সেবামূলক কার্যক্রম করে চলছে।
|আরো খবর
আমার জেনে ভীষণ ভালো লাগছে এজন্যে যে, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ খোরশেদ ক্লাবের ৫৪ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি জেলার ‘রাঙামাটির ছাদ’ নামে পরিচিত সাজেক ভ্যালিতে একত্রে অভিষেক ও পিকনিক অনুষ্ঠান আয়োজন সম্পন্ন করেছে।
আমার বিশ্বাস, আজকের চার্টারপ্রাপ্তির দিনে রোটারীর মাহাত্ম্য, গুরুত্ব ও প্রসিদ্ধি সাধারণ মানুষের মাঝে প্রভাব ফেলবে এবং এর ফলে রোটারীর ইমেজ বৃদ্ধি পাবে।
আমি ৫২তম চার্টার প্রাপ্তির দিনে স্মরণ করছি দীর্ঘ পথপরিক্রমায় যাঁদের নেতৃত্ব, মেধা, শ্রম ও ঘামে চাঁদপুর রোটারী ক্লাব একটা দৃঢ় অবস্থানে এসে পৌঁছেছে, তাঁদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।খোদা হাফেজ।
রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক।
আল্লাহ সকলের মঙ্গল করুন।রোটা. পিপি শেখ মনজুরুল কাদের সোহেল, পিএইচএফ, চেয়ারম্যন, চার্টার এন্ড ফ্যামিলি নাইট উদ্যাপন কমিটি, চাঁদপুর রোটারী ক্লাব।