বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১৬:৪৮

দেশজুড়ে ১৩ দিনের বৃষ্টিবলয়, আসছে কালবৈশাখী ও বজ্রপাত

অনলাইন ডেস্ক

বাংলাদেশের আকাশে আবারও সক্রিয় হয়ে উঠেছে ক্রান্তীয় বৃষ্টিবলয়। আবহাওয়া বিশ্লেষক সংগঠন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১০ এপ্রিল থেকে শুরু করে আগামী ২২ এপ্রিল পর্যন্ত থাকবে এই বৃষ্টিবলয়, যা দেশের আবহাওয়ায় প্রভাব বিস্তার করবে। ফলে দেশের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় হতে পারে বৃষ্টিপাত। পাশাপাশি থাকছে কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাতের আশঙ্কা।

বৃষ্টিবলয়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ। এখানে প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া চলার সম্ভাবনা রয়েছে। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে এই বৃষ্টিবলয়ের প্রভাব মাঝারি মাত্রায় থাকবে, আর তুলনামূলকভাবে কম প্রভাব পড়বে খুলনা ও বরিশাল বিভাগে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির বেশিরভাগ অংশই হবে হঠাৎ এবং স্বল্পস্থায়ী। কালো মেঘের আবরণে পশ্চিম-উত্তর দিক থেকে শুরু হবে দমকা হাওয়া, এরপর বজ্রপাতসহ বৃষ্টি, তারপর আবার পরিষ্কার হয়ে উঠবে আকাশ।

এই সময়ে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে কিছুটা উত্তাল পরিস্থিতি বিরাজ করতে পারে।

তথ্যসূত্র : এফএনএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়