রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৯:২১

চাঁদপুর রোটারী ক্লাবের সনদপ্রাপ্তির ৫২তম দিবসের বিশেষ ক্রোড়পত্রে

দি মেঘনা সম্পাদকের কথা

অনলাইন ডেস্ক
দি মেঘনা সম্পাদকের কথা

তিন নদীর সঙ্গমস্থলে নদীমাতৃক সৌন্দর্যে বিকশিত চাঁদপুর আবহমানকাল হতেই ঐতিহ্য আর গৌরবের জনপদ হিসেবে সর্বজনবিদিত হয়ে আছে। চাঁদ সওদাগরের বাণিজ্য তরণী এই জনপদের কূলে ভিড়ানোর লোককাহিনী হতে এটা প্রমাণিত যে, চাঁদপুর সুদূর অতীত হতেই সমৃদ্ধ জনপদ ছিল। কেবল ইলিশই যে তার গৌরব ছিল তা নয়, তার নদীমাতৃক সংস্কৃতি ও অসাম্প্রাদায়িক চেতনা আজও অটুট আছে কালজয়ী হয়ে।

ইলিশের বাড়ি চাঁদপুরের এক অনন্য গৌরব চাঁদপুর রোটারী ক্লাব যা বাংলাদেশের সপ্তম রোটারী ক্লাব এবং একটি বনেদী সেবা সংগঠন। বিশ্বজুড়ে রোটারী আজ পোলিও নির্মূলের কর্মযজ্ঞে নিজেকে সম্পৃক্ত করে প্রমাণ করেছে, ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’

‘সেবা স্বার্থের ঊর্ধ্বে এই আপ্তবাক্যকে চেতনায় ও মননে ধারণ করে চাঁদপুর রোটারী ক্লাব ৫৪ বছর অতিক্রম করেছে। আজ এই ক্লাবের ৫২তম চার্টার ডে। এই ক্লাবের সনদপ্রাপ্তিতে ক্রোড়পত্র প্রকাশনার দায়িত্ব পাওয়ায় ক্লাবের সিনিয়র রোটারিয়ানদের কাছে কৃতজ্ঞতা জানাই। ক্রোড়পত্র প্রকাশনায় সময় স্বল্পতার কারণে যদি ভুলত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

চার্টার নাইট সার্থক ও অর্থবহ হোক এই প্রার্থনা করি। মানুষের কল্যাণে রোটারী চিরজীবী হোক।

--রোটা. উজ্জ্বল হোসাইন, আরএফএসএম, সম্পাদক, দি মেঘনা (সনদপ্রাপ্তির ৫২তম দিবসের বিশেষ ক্রোড়পত্র) চাঁদপুর রোটারী ক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়