সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১৬:৪৩

ডক্টর ইউনূসের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বিশ্বমানের বাংলাদেশ গড়তে হবে

-সারোয়ার ওয়াদুদ চৌধুরী

অনলাইন ডেস্ক
ডক্টর ইউনূসের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বিশ্বমানের বাংলাদেশ গড়তে হবে

আমেরিকা ও ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞের প্রতিবাদে ও দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির খুলনা বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের সভাপতি এইচ এম সিরাজের সভাপতিত্বে যশোরের নওয়াপাড়া এলবি টাওয়ারে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার ওয়াদুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক রাষ্ট্রদূত ডক্টর মো. রফিকুল ইসলাম ও নুরুল হুদা চৌধুরী মিলু।

প্রধান অতিথি গাজায় হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, মানব সৃষ্টির মহান উদ্দেশ্য প্রতিপালন, বাবা আদম ও মা হাওয়া (আ.) থেকে সৃষ্ট সকল ধর্মের অনুশাসন, দেশপ্রেম ঈমানের অঙ্গ, বাংলাদেশকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, নিজেকে শুদ্ধ করি, দুর্নীতিমুক্ত দেশ গড়ি, দুর্নীতি করবো না, দুর্নীতি কাউকে করতে দিবো না, পরকালীন মুক্তির কথা চিন্তা করে বাংলাদেশের মজলুম জনগণের একমাত্র আকাঙ্ক্ষা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সৎ সাহসী সজ্জন নিবেদিত দায়িত্বশীল দেশপ্রেমিকদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠনের অনুরোধ জানাচ্ছি ।

অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন আব্দুল আজিজ সরদার, অধ‍্যক্ষ আব্দুর রউফ, অধ্যক্ষ রবিউল হাসান, শাহ জালাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ ইসলাম, কল্যাণ মুখার্জি, সাংবাদিক নুর ইসলাম, নজরুল ইসলাম মল্লিক,

আহসান হাবিব, সোহরাব হোসেন সবুজ, ইমাম হোসেন সেলিম, ইসহাক গাজী, সেলিনা আক্তার, মোঃ ওমর ফারুক, কাজী মশিয়ার রহমান, এইচ এম আহসান বিপ্লব, জেড এইচ রাজা, সালাউদ্দিন।

যশোরের নওয়াপাড়া এলবি টাওয়ারে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থেকে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সকল কার্যক্রমে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেন যশোর নওয়াপাড়া মডেল কলেজের সাবেক অধ্যক্ষ এফ এম এ রউফ, মঞ্জুর হোসেন ঈশা, নাজমুল আজম ডেভিড, অধ্যাপক মো. মোক্তার আলী, প্রকৌশলী মো. মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক সৈয়দ শাহাবুদ্দিন আলম, অধ্যাপক মো. আব্দুর রউফ, মুফতি নুরুল আমিন, অধ্যাপক আব্দুস ছালাম, কাজী আক্তার হোসেন, মো. রকিবুল ইসলাম, ইমারুল হক প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়