প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১১:৩৬
শাহরাস্তিতে বাউবি পরীক্ষায় অনিয়ম : দায়িত্বপ্রাপ্ত সকলকে অব্যাহতি

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রে অনিয়ম পাওয়ায় দায়িত্বে নিয়োজিত সকলকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।
|আরো খবর
শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনিয়মের অভিযোগ পেয়ে কেন্দ্রে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার। কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. শাহজাহান পরীক্ষায় অংশগ্রহণকারী ২৭ জন শিক্ষার্থীর উপস্থিতি পেলেও হাজিরা খাতায় ৩০ জনের স্বাক্ষর দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে দায়িত্বপ্রাপ্ত সকলকে অব্যাহতি দেন।
শুক্রবার রাতে নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, এ বিষয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হবে।