প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৩:২৫
যৌথ বাহিনীর অভিযান অব্যাহত
ফরিদগঞ্জে খুনের ঘটনায় ৩ জন ও মাদক কারবারি ২ জন আটক

চাঁদপুর জেলায় আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনীর পৃথক অভিযান অব্যাহত রয়েছে। সোমবার ও মঙ্গলবার (১১ ও ১২ আগস্ট ২০২৫) যৌথবাহিনী
কর্তৃক ফরিদগঞ্জ উপজেলায় সংঘটিত খুনের ঘটনায় খুনিদেরকে আটক এবং মতলব দক্ষিণ ও ফরিদগঞ্জ থেকে গাঁজা-ইয়াবারসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) রাত আড়াইটার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মতলব উপজেলার পৈলপাড়া এলাকা থেকে মাদক ব্যবাসায়ী মো. হারুন পাটোয়ারী (৫২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে মতলব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আগের দিন সোমবার (১১ আগস্ট ২০২৫) সকাল সাড়ে নয়টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর এলাকা থেকে মাদক ব্যবাসায়ী মো. রতন (৩৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৫৮০ পিস ইয়াবা, নগদ ২৫০০ টাকা, ১টি কাঁচি এবং ১টি ছুরি উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। একই দিন রাত সাড়ে ৮টার সময় উত্তেজিত জনতার মধ্য থেকে খুনিদের গ্রেফতারের নিমিত্তে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। খুনিদের গ্রেফতারের জন্যে পুলিশ নিয়মিত এলাকায় অভিযান চালায়। কিন্তু গ্রামবাসী তাদের গ্রেফতারে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর এলাকা থেকে খুনি হাসান গাজী (৪৬), শাকিল (২২) এবং মিম আক্তার করিমা (১৮)কে গ্রেফতার করা হয়। আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।