মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৪:২০

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসক

আমরা চাই সে যুবক, যে সমাজ দেশ ও জাতির কল্যাণে কাজ করবে

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
আমরা চাই সে যুবক, যে সমাজ দেশ ও জাতির কল্যাণে কাজ করবে

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা, শপথ গ্রহণ, যুব পুরস্কার, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকাল ১০ টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়। ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, যুবকরা দেশ ও সমাজকে বদলে দিতে পারে। বছর জুড়ে কাজের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। মিছিল মিটিং করে এর পরিবর্তন করা যায় না। করোনার সময় মানুষ যখন ঘরবন্দি ছিলো, তখন এই যুবকরাই ভূমিকা রেখেছে। গত বছরের বন্যায়ও যুবকরা ভূমিকা রেখেছে। জুলাই আন্দোলনে সড়কে যুবকদের ভূমিকা ছিলো চোখে পড়ার মতো। অপরাধের সাথে সম্পৃক্ত যুবকদের আমরা চাই না। আমরা চাই সেই যুবক, যে যুবক সমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তিনি আরো বলেন, যৌবন থাকতে আপনার ভাগ্য আপনাকেই বদলাতে হবে। সারাদেশের সাথে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কফিল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

জেলা ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব উন্নয়নে প্রশিক্ষণ প্রাপ্ত সফল যুবক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে জেলা ও উপজেলা পর্যায়ের যুব সগঠনকে সনদপত্র, ক্রেস্ট ও যুব পুরস্কার প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়