প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১৭:৩১
আতঙ্কের কয়েক সেকেন্ড!

শুক্রবার বিকেল ৪:৫৩: আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির স্থায়িত্ব কয়েক সেকেন্ড হলেও শহরের উচ্চ ভবনগুলোর বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দৌড়ে বাসা থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি কিংবা বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
|আরো খবর
ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাবাসীসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ ভূমিকম্প অনুভব করার কথা জানিয়ে পোস্ট দিতে শুরু করেন। কেউ কেউ জানান, অফিসে কিংবা বাসায় বসে থাকার সময় হঠাৎ চেয়ার কেঁপে ওঠে, আবার কেউ কেউ টেবিলের ওপর রাখা জিনিসপত্র নড়তে দেখেন। অনেকেই উদ্বিগ্ন হয়ে আত্মীয়-পরিজনের সঙ্গে যোগাযোগ করেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য:বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প মনিটরিং ইউনিট জানিয়েছে, তারা তথ্য সংগ্রহের কাজ করছে এবং ভূমিকম্পের উৎস ও মাত্রা সম্পর্কে বিস্তারিত জানাতে কিছুটা সময় লাগবে। প্রাথমিকভাবে এটি ৪.২ থেকে ৫.০ মাত্রার মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি বাংলাদেশে স্থলভাগের নিকটবর্তী কোনো টেকটোনিক প্লেটের মৃদু সংঘর্ষজনিত ভূমিকম্প বলেও ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক ভূকম্প কেন্দ্রের সম্ভাব্য তথ্য:প্রাথমিকভাবে ইউএসজিএস (USGS) এবং ভারতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশ কিংবা এর সীমান্তবর্তী কোনো অঞ্চল হতে পারে।
কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি:ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কন্ট্রোল রুম জানিয়েছে, এখন পর্যন্ত শহরের কোথাও কোনো বড় ধরণের দুর্ঘটনা, দেয়াল ধসে পড়া বা আহত হওয়ার ঘটনা তাদের কাছে আসেনি। তবে সতর্কতার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
ভবিষ্যতের জন্য সতর্কতা প্রয়োজন:বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ ভূকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় এমন মৃদু ভূমিকম্প মাঝেমধ্যে ঘটতে পারে। ভবন নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্প সহনশীল নকশা অনুসরণ করা এবং নাগরিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন তাঁরা।
“ভূমিকম্প অপ্রত্যাশিত হলেও আমাদের প্রস্তুতি থাকা জরুরি। ভূমিকম্পের সময় কী করতে হবে, তা জানার জন্য গণমাধ্যমে প্রচার ও সচেতনতা বাড়াতে হবে।” — অধ্যাপক ড. মাকসুদ রহমান, ভূতত্ত্ববিদ
আজকের এই ভূমিকম্প বড় কোনো ক্ষয়ক্ষতি না ঘটালেও এটি একটি সতর্ক সংকেত। বারবার এমন ভূমিকম্পই আমাদের মনে করিয়ে দেয়, আমরা একটি ঝুঁকিপূর্ণ ভূ-প্রকৌশল অঞ্চলে বাস করছি। অতএব, এখনই সময় নিজেকে, পরিবারকে এবং নগর ব্যবস্থাপনাকে প্রস্তুত রাখার।
ডিসিকে/এমজেডএইচ