প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৫:৩৪
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ, মানববন্ধন ও পথসভা

ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আল-আমিন বাজারে এক বিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় সর্বস্তরের তৌহিদী জনতা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
|আরো খবর
জানা যায়, জুমার নামাজ শেষে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লি বিক্ষোভ মিছিল নিয়ে আল-আমিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একত্রিত হন। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন আল-আমিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পেশ ইমাম মুফতি নোমান।
বক্তব্য রাখেন আল-আমিন মাদ্রাসার প্রভাষক আরিফ বিল্লাহ, আল-আমিন দারুল নূর মাদ্রাসার মুহতামিম মুফতি রিয়াজুল ইসলাম বিক্রমপুরী, কাজীবাড়ি জামে মসজিদের খতিব মুফতি রমজান আলী, কাঠালবাড়ি জামে মসজিদের খতিব মুফতি জাকির হোসেন জাহানাবাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাঘড়া শাখার সেক্রেটারি মুফতি ফিরোজ আলম, কাপ বাংলাদেশের চেয়ারম্যান মুফতি রফিকুল ইসলাম মোশাররফী, বইচার পারের মাওলানা রায়হান, নারিশা মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি মাসুম বিল্লাল, আবাবিল ফাউন্ডেশনের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, কাঠালবাড়ি বায়তুল নূর জামে মসজিদের খতিব মুফতি মাইনুল ইসলাম, বাঘড়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা জুনায়েদ বিন হাতিম প্রমুখ।
পথসভা শেষে আরিফ বিল্লাহের পরিচালনায় আখেরি মোনাজাতে অংশ নেন হাজারো মুসল্লি। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য দোয়া করা হয়।
অপরদিকে, একই দিন সকালে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে একটি পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের, আলেমন নেছা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ ইউসুফ রানা, প্রভাষক শাইখ মুহাম্মদ আরিফ বিল্লাহ, মাওলানা রিয়াজুল ইসলাম, শিক্ষিকা মুশতারি আহমেদ, সহকারী প্রধান শিক্ষক শফিকুর রহমান, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম ও শিক্ষক রিফাত আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ও জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা প্রয়োজন।
ডিসিকে/এমজেডএইচ