শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:২০

শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে শ্রীনগরে বিদ্যাদেবীর আরাধনা

আব্দুল মান্নান সিদ্দিকী
শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে শ্রীনগরে বিদ্যাদেবীর আরাধনা

সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের শ্রীনগরে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। গত ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লা এবং ব্যক্তিগত বাসগৃহে ভক্তরা বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

উপজেলার বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে পূজা অনুষ্ঠিত হয়। সকাল ১১:৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নীলকমল দাস। তাকে সহযোগিতা করেন শিক্ষক তপন দাস ও সাধন শিকদার।

পূজা মণ্ডপগুলোতে সকাল থেকেই ভক্ত ও শিক্ষার্থীদের ভিড় পরিলক্ষিত হয়। আয়োজনের মূল আকর্ষণ ছিল পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে দেবীর আরাধনা। এসময় শিক্ষার্থীরা তাদের পাঠ্যপুস্তক ও কলম দেবীর চরণে অর্পণ করে আশীর্বাদ প্রার্থনা করে।

উৎসবের সুর: ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে চারদিকে এক আধ্যাত্মিক ও আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় আচার শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতিবিদ্যার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে বিকেলে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়