রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১৯:৫৮

কচুয়ায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কচুয়ায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মো. নাছির উদ্দিন

কচুয়া উপজেলার গুলবাহার গ্রামবাসীর পক্ষে ফিলিস্তিনিদের উপর হামলা, আহত ও মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গুলবাহার এলাকাবাসীর পক্ষে তৌহিদী জনতা।

শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) বাদ আসর গুলবাহার গ্রামের সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এবং কাউছার মিজির সৌজন্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গুলবাহার গ্রামের কয়েকশ' মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটিতে উত্তাল হয়ে উঠে পুরো এলাকা। মিছিলটি হাজী ছলিম উদ্দিন চৌধুরী জামে মসজিদ থেকে শুরু হয়ে কচুয়া টু কাশিমপুর সড়কের বাবুলের ব্রীজ পর্যন্ত সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন আশেক আলী খান স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আনিছুর রহমান সেলিম, গুলবাহার দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. শাহজালাল ও হাজী ছলিম উদ্দিন চৌধুরী জামে মসজিদের ইমাম মাও. মো. ইয়াসিন আরাফাত।

এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ইয়াছিন সওদাগর, শরীফ মজুমদার, ওয়াদুদ মজুমদার, শফি উল্লাহ, স্বপন মজুমদার, তাজুল ইসলাম সওদাগর প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলা দ্রুত বন্ধ করতে হবে। গণহত্যাকারী অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যা থামাতে বৈশ্বিক জিহাদ অনিবার্য হয়ে পড়েছে। ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়েছে।

এ অবস্থায় বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আহ্বান জানান বক্তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়