শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬

খেলাধুলাই পারে আমাদের মানসিক সত্তাকে এগিয়ে নিতে

…….ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান

প্রবীর চক্রবর্তী
খেলাধুলাই পারে আমাদের মানসিক সত্তাকে এগিয়ে নিতে

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জহির উদ্দিন পাটোয়ারী পিন্টু স্মৃতি ব্যাডমিন্টন কাপ-২০২৫ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি ২০২৫) রাতে পিএসসির সাবেক সদস্য ও সাবেক সিনিয়র সচিব মো. মাকছুদুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জহির উদ্দিন পাটোয়ারী পিন্টু স্মৃতি ব্যাডমিন্টন কাপ টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজকে ক্রীড়ামুখী করার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আমেরিকা প্রবাসীদের এই উদ্যোগ বছরে একাধিকবার আয়োজনের মাধ্যমে ক্রীড়ামোদীদের আরো উৎসাহিত করা যাবে বলে আমি বিশ্বাস করি। সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী যেভাবে এই টুর্নামেন্টটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত নিজে থেকে এগিয়ে নিয়ে গেছেন তা অবশ্যই দৃষ্টান্তমূলক। তিনি বলেন, খেলাধুলাই পারে আমাদের যুব সমাজের তথা আমাদের সকলের মানসিক সত্তাকে এগিয়ে নিতে। কারণ নিয়মিত পড়ালেখার পাশাপাশি ক্রীড়া চর্চা আমাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহ মো. মকবুল আহমেদ, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফেজ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী তাঁর বক্তব্যে বলেন, সকদিরামপুর বড়ো পাটোয়ারী বাড়ির আমেরিকা প্রবাসী দুই কৃতী সন্তান কবির উদ্দিন পাটোয়ারী ও পারভিন পাটোয়ারী মনির উদ্যোগে তাদের ছোট ভাই জহির উদ্দিন পাটোয়ারীর স্মৃতি রক্ষার্থে এই টুর্নামেন্টের আয়োজন। আমাদের উদ্দেশ্য একটাই, খেলাধুলার মাধ্যমে সকদিরামপুর সহ আশপাশের সকল এলাকার যুব সমাজকে মাদকসহ সকল সামাজিক অপরাধ থেকে মুক্ত রাখা এবং ক্রীড়ামুখী করা।

আমেরিকা প্রবাসী কবির উদ্দিন পাটোয়ারী ও পারভীন পাটোয়ারী মনির পৃষ্ঠপোষকতায় এবং সকদিরামপুর এলাকার স্থানীয় ক্রীড়ামোদীদের আয়োজনে মোট ৩২টি টিম নিয়ে দ্বৈত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং অংশগ্রহণকারী প্রতিটি দলকে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়