রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ২১:১৩

জেলা জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির

অনলাইন ডেস্ক
জেলা জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর আমীর ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের এমপি প্রার্থী মাও. মো. বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় স্থানীয় একটি মিলনায়তনে শনিবার (১২ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য ও সাবেক ফেনী জেলা জামায়াতের আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য ও সাবেক ব্রাহ্মণবাড়ীয়া জেলা জামায়াতের আমির নজরুল ইসলাম খাদেম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের সাবেক আমির মাও. মো. আব্দুর রহিম পাটওয়ারী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী অ্যাড. মোঃ শাহজাহান মিয়া, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাও. মো. আবুল হোসাইন ও অধ্যক্ষ মো. হারুন অর রশিদ ওসমানী। অতিথি হিসিবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর জামায়াতের আমির অ্যাড. মো. শাহাজাহান খান, পৌর জামায়াতের সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জুবায়ের হোসাইন, জেলা জামায়াতের প্রশিক্ষণ ও অফিস সেক্রেটারি মো. নাছির উদ্দিন, শহর জামায়াতের প্রশিক্ষণ সেক্রেটারি আবু আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের দ্বীন কায়েমের জন্যে সর্বোচ্চ ত্যাগ শিকার করতে হবে। এ জন্যে জামায়াতের প্রতিটি কর্মীকে ইসলামের যথাযথ জ্ঞান ও আমলের প্রতিযোগিতা করতে হবে। এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অধিকতর সুরক্ষিত হবে। তাই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের প্রতিটি কর্মীকে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।

দিনব্যাপী এই প্রশিক্ষণ শিক্ষা শিবিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত তিন শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়