প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০০:১৫
চাঁদপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি ডে
সারাদেশের মধ্যে চাঁদপুর প্রেসক্লাব একটি ব্র্যান্ড : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) বিকেলে চাঁদপুর সদর উপজেলার আলুমুড়া এলাকায় ফারিসা রিসোর্টে এই আয়োজন করা হয়। সেখানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও
পরিবারের সদস্যসহ দেড় শতাধিকজন অংশগ্রহণ করেন।
এদিকে রাতে ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি আড্ডায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান ও ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লি প্রিন্স শাকিল আহমেদ। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সারাদেশের মধ্যে চাঁদপুর প্রেসক্লাব একটি ব্র্যান্ড। সাংবাদিকদের পজিটিভ লিখনির মাধ্যমে চাঁদপুর আরো এগিয়ে যাবে। এখানকার পর্যটন খ্যাতি তুল ধরতে সাংবাদিকরা বিশেষ ভূমিকা রাখবেন। আপনারা সব সময় সঠিত তথ্য তুলে ধরবেন। আপনাদের পাশে সব সময় আমরা থাকবো।