প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০০:১১
কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন চাঁদপুরের বিষ্ণুপুরের মাহমুদুল হাসান মাসুম

কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন চাঁদপুরের বিষ্ণুপুরের মাহমুদুল হাসান মাসুম।
বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের অন্যতম দুঃসাহসিক ওয়াটার স্পোর্টস ইভেন্ট 'পাহাড় থেকে.কম কুতুবদিয়া চ্যানেল সুইমিং ২০২৫'। এবারের আয়োজনে সফলভাবে ফিনিস করেছেন মাহমুদুল হাসান মাসুম।
শনিবার (১২ এপ্রিল ২০২৫) ৬.২ কিলোমিটারের উত্তাল চ্যানেল পাড়ি দিতে তিনি সময় নেন ২ ঘন্টা ১৮ মিনিট। চাঁদপুর সদর থানার ১ নং বিষ্ণুপুরের আবদুল হাই মিয়াজীর কনিষ্ঠ পুত্র মাহমুদুল হাসান মাসুম। পেশায় একজন শিক্ষানবিশ আইনজীবী।
উল্লেখ্য, তিনি এর আগে বাংলা চ্যানেল সাঁতার (টেকনাফ থেকে সেন্ট মার্টিন - ১৬.১ কিলোমিটার), সুবলং চ্যানেল সাঁতার (কাপ্তাই লেক - ১৩.৫ কিলোমিটার), পদ্মা ক্রসিং সাঁতার (১৩ কিলোমিটার), মেঘনা ক্রসিং সাঁতার (৫ কিলোমিটার) সফলভাবে সম্পন্ন করেন।
এছাড়া তিনি লং ডিস্টেন্স রানিং করে থাকেন। যার মধ্যে উল্লেখযোগ্য অর্জনগুলো হলো কোস্টাল আল্ট্রা-১০০ কিলোমিটার, মেরিন ড্রাইভ আল্ট্রা-৫০ কিলোমিটার, শমশেরনগর আল্ট্রা-৫০ কিলোমিটার উল্লেখযোগ্য।
সাঁতারের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, প্রতিটি চ্যালেঞ্জ ভিন্ন অভিজ্ঞতার জন্ম দেয়। আজকের চ্যানেলটি ছিলো এডভেঞ্চারে ভরপুর। শান্তভাবে সাঁতার শুরু হওয়ার পর হঠাৎ করে প্রচণ্ড ঢেউ শুরু হয় পাশাপাশি প্রচণ্ড বিপরীতমুখী স্রোত। দূরত্ব কম হলে পুরো পথটা ছিলো চ্যালেঞ্জে ঠাসা, যা ছিলো দারুণ উপভোগ্য।
ওপেন ওয়াটার সাঁতারের মাধ্যমে সাধারণ মানুষকে সাঁতারের প্রতি উদ্বুদ্ধ করা। কারন সাঁতার কোন সাধারণ স্পোর্টস নয়, এটি জীবন রক্ষাকারী একটি খেলা। নদীপ্রধান দেশ হিসেবে আমাদের প্রত্যেকজন মানুষের বেসিক সাঁতার শেখা উচিত। প্রতিবছর বাংলাদেশে ১৪,৪৩৮ জন শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করে। সাঁতার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে এই মৃত্যুর হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
এছাড়া সমুদ্রের পানি দূষণমুক্ত রাখা এবং কুতুবদিয়া এলাকায় পর্যটন শিপ্লের প্রসার করাকেও অন্যতম উদ্দেশ্য ছিলো।
এ কুতুবদিয়া চ্যানেল সুইমিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৫ জন সাহসী সাতারু, যারা পেকুয়া উপজেলার 'মগনামা ঘাট থেকে শুরু করে দীর্ঘ ৪ কিলোমিটার সাঁতরে পৌঁছান কুতুবদিয়ার বড়কুপ ঘাট' এ।
ইভেন্টটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস)-এর উপদেষ্টা শিমুল চৌধুরী। সকাল ১১টায় শুরু হওয়া এই প্রতিযোগিতা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, যেখানে অংশগ্রহণকারী সাঁতারুরা প্রদর্শন করেন অসাধারণ দক্ষতা ও মানসিক দৃঢ়তা।
অন্যান্য অংশগ্রহণকারী ছিলেন :
মো: সাইফুল ইসলাম রাসেল, মো. জাহিদুল ইসলাম জাহিদ, এসএম শাহরিয়ার মাহমুদ, শাহনেওয়াজ বাবু, মো. আব্দুল মাতিন, আলি রওনক (সৌরভ), মো. শহীদুল্লাহ্ বাগমার প্রান্তিক, মো. হাবিবুর রহমান, মো. জিহাদ হোসেন, শরীফ মো. ফয়সাল, নাসির আহমেদ সৌরভ, মো. শাখাওয়াত হোসেন সাকিব এবং মো. ফয়সাল জিয়া।
ইভেন্টটির টাইটেল স্পনসর ছিল 'পাহাড় থেকে ডট কম' এবং রেসকিউ পার্টনার হিসেবে পাশে ছিল 'কক্সবাজার ট্রায়াথলেট'।
বাংলাদেশে ওপেন ওয়াটার সুইমিংকে জনপ্রিয় করতে বোয়াসের এই উদ্যোগ নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।