প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২১:৩৩
হাজীগঞ্জে ২১ আগস্ট পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংশোধন চলবে

হাজীগঞ্জে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি ও অন্তর্ভুক্তির বিষয় সম্পর্কে সংশোধনী থাকলে ২১ আগস্টের মধ্যে হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ব্যক্তিগতভাবে অথবা ডাকযোগে দরখাস্ত দাখিলের অনুরোধ জানানো হয়েছে।
|আরো খবর
খোঁজ নিয়ে জানা যায়, গত ১০ আগস্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দেখা যাবে। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৭(২) এবং ভোটার তালিকা বিধিমালা-২০১২ অনুসারে হাজীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের (১ থেকে ৯নং ওয়ার্ড) এলাকাসমূহের হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ রায়হান আরেফীন চাঁদপুর কণ্ঠকে জানান, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি ও অন্তর্ভুক্তি সম্পর্কে সংশোধনী থাকলে ২১ আগস্টের মধ্যে আমাদের কাছে সরাসরি বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।