বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২১:৫১

কচুয়ায় ভূমি সহায়তা কেন্দ্র উদ্বোধন

মো. আলমগীর তালুকদার
কচুয়ায় ভূমি সহায়তা কেন্দ্র উদ্বোধন

নামজারি, খারিজের আবেদন ও ভূমি উন্নয়ন কর সেবা সহজ করার লক্ষ্যে কচুয়ায় ভূমি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫) বিকেলে কচুয়া পৌরসভার উত্তর বাজারে অবস্থিত সরকারি অনুমোদনপ্রাপ্ত ভূমি সহায়তা কেন্দ্র 'আর এস কম্পিউটারে'র উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।

এ সময় তিনি বলেন, নাগরিকদের ভূমি সেবা সহজ করার লক্ষ্যে কচুয়া পৌর বাজারের আরএস কম্পিউটারকে সরকারি অনুমোদনপ্রাপ্ত ভূমি সহায়তা কেন্দ্র হিসেবে উদ্বোধন করা হলো। এ কেন্দ্রের মাধ্যমে নাগরিকগণ খুব সহজে নির্ধারিত অর্থের বিনিময়ে নাম জারি, খারিজ, খতিয়ান ও পর্চার সার্টিফাইড কপি, মৌজার ম্যাপ এবং ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা সহজে গ্রহণ করতে পারবে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, কচুয়া বার্তার সম্পাদক ও বাংলাভিশনের কচুয়া প্রতিনিধি মো. আলমগীর তালুকদার, আরএস কম্পিউটারের স্বত্বাধিকারী মোহাম্মদ রুবেল হোসেন, কচুয়া বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন সিকদার, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের সভাপতি ওমর ফারুক সাইম মৃধাসহ বাজারের ব্যবসায়ী ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়