প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২০:২৯
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জেলা বিএনপির মিলাদ দোয়া ও আলোচনা সভা

বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা বিএনপি কার্যালয়ে বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য
এ কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর ইউনিট বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের যথাসময়ে অংশগ্রহণ করার জন্যে আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।
চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হযরত আলী ঢালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।