প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২১:২৭
কচুয়ায় কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকের ওপর হামলা

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়ায় অবস্থিত বর্ণমালা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জাকির হোসেনের ওপর বুধবার সকালে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাকির হোসেনের পিতা মো. মেহের আলী কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
|আরো খবর
অভিযোগে উল্লেখ করা হয়, সকাল সাড়ে দশটার সময় ওই এলাকার দৌলতপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ মহসিন, সাহেদাপুর গ্রামের শামীমের ছেলে রাব্বি ও তাজুল ইসলামের ছেলে হাবিব প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদ্যালয় থেকে ডেকে পার্শ্ববর্তী ডাক্তার মোজাম্মেল হোসেনের চেম্বারের তৃতীয় তলায় নিয়ে যায়। এ সময় তিনজন মিলে তাকে কিল, ঘুসি, লাথি মেরে বেধড়ক মারধর করে। তার ডাক-চিৎকারে ওই বিদ্যালয়ের শিক্ষক শহীদুল্লাহসহ অন্যরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ও বিদ্যালয়ের শিক্ষকগণ প্রধান শিক্ষক জাকির হোসেনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সংবাদ পেয়ে কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক আমির হোসেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত জাকির হোসেনকে দেখতে আসেন। তারা এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।