বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২১:২৭

কচুয়ায় কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকের ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি।
কচুয়ায় কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকের ওপর হামলা

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়ায় অবস্থিত বর্ণমালা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জাকির হোসেনের ওপর বুধবার সকালে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাকির হোসেনের পিতা মো. মেহের আলী কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সকাল সাড়ে দশটার সময় ওই এলাকার দৌলতপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ মহসিন, সাহেদাপুর গ্রামের শামীমের ছেলে রাব্বি ও তাজুল ইসলামের ছেলে হাবিব প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদ্যালয় থেকে ডেকে পার্শ্ববর্তী ডাক্তার মোজাম্মেল হোসেনের চেম্বারের তৃতীয় তলায় নিয়ে যায়। এ সময় তিনজন মিলে তাকে কিল, ঘুসি, লাথি মেরে বেধড়ক মারধর করে। তার ডাক-চিৎকারে ওই বিদ্যালয়ের শিক্ষক শহীদুল্লাহসহ অন্যরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ও বিদ্যালয়ের শিক্ষকগণ প্রধান শিক্ষক জাকির হোসেনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সংবাদ পেয়ে কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক আমির হোসেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত জাকির হোসেনকে দেখতে আসেন। তারা এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়