বুধবার, ১৩ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২০:৩৫

২নং বালিথুবায় যুবদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও আলোচনা সভা

এমরান হোসেন লিটন
২নং বালিথুবায় যুবদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও আলোচনা সভা

ফরিদগঞ্জ উপজেলা যুবদলের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ২নং বালিথুবা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীদের নিয়ে সদস্য ফরম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বিকেলে ইউনিয়নের কৃষ্ণপুর ওয়াপদা অফিস সংলগ্ন মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়া। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হারেছ মিয়াজী।

বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির খান, সহ-সভাপতি কাজী মো. মামুন ও প্রবীণ বিএনপি নেতা আব্দুর রহিম। আরও বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খান মো. সোহেল, স্বেচ্ছাসেবক দলের নেতা মনিরুল হাসান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. মো. ফজলুল হক, হুমায়ুন খান, যুবদলের নেতা জসিম উদ্দিন, আল আমিন ভূঁইয়া, নাজমুল তালুকদার, ইব্রাহিম তালুকদার, শফিউল্লাহ হায়দার, জাকির হোসেন মিজি, নজরুল তালুকদার, মানিক হোসেন, ইসমাইল হোসেন, সুমন তালুকদার, শরীফ হোসেন, বাদল সরদারসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদলের ৫ শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়