প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৮:০৫
‘জুলাই মঞ্চে'র রায়পুর উপজেলা কমিটি গঠন

জুলাই মঞ্চ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আনোয়ার হোসেন আরিফকে আহ্বায়ক, মো. রায়হান হোসেনকে মুখপাত্র ও মো. সিপাত রহমানকে মুখ্য সমন্বয়ক করে ২২ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
আগামী এক বছর এই উপজেলা আহ্বায়ক কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) দুপুরে জুলাই মঞ্চ কেন্দ্রীয় কমিটির জেলার আহ্বায়ক বেলায়েত পাটোয়ারী ও মুখপাত্র বেল্লাল হোসাইন রিদয়ের স্বাক্ষরিত প্যাডে উক্ত কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন : মুখ্য প্রতিনিধি আল আমিন ওয়াসিরসহ চারজন, মুখ্য সমন্বয়ক মো. সিফাত রহমানসহ চারজন , মুখ্য সংগঠক মনির সাকিবসহ তিনজন ও লিয়াজোঁ সমন্বয়ক রাকিব হোসেনসহ পাঁচজন।