প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২২:৩৭
চাঁদপুর জেলা কারাতে একাডেমির কার্যকরী কমিটি গঠন
সভাপতি আলম পলাশ সম্পাদক জসিম গাজী

চাঁদপুর জেলা কারাতে একাডেমির ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকালে চাঁদপুর স্টেডিয়াম প্যাভিলিয়নে চাঁদপুর সোতোকান কারাতে সেন্টারের প্রশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। কারাতে সেন্টারের প্রশিক্ষক জসিম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সবার মতামত নিয়ে দু বছর মেয়াদী চাঁদপুর জেলা কারাতে একাডেমির সভাপতি ঘোষণা করা হয় এই সেন্টারের উপদেষ্টা ও অভিভাবক আলম পলাশকে। সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় সেন্টারের প্রধান প্রশিক্ষক জসিম গাজীকে।
|আরো খবর
কমিটির অন্যরা হলেন : সহ-সভাপতি ওমর ফারুক
ও প্রবীর পাল, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম ও
তানজিল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবাব খান পলাশ,
সহ-সাংগঠনিক সম্পাদক ইফরান ইব্রাহিম ঈশান, কোষাধ্যক্ষ মাসনুন জারা, প্রচার সম্পাদক আলী আশ্রাফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মুন্না হাছান, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মো. ফাহিম, দপ্তর সম্পাদক সাহাদাত গাজী সৈকত, সহ-দপ্তর সম্পাদক মুবাশ্বির রহমান মুনতাসির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহাদাত মিজি, সহ-সাংস্কৃতিক সম্পাদক মাইশা, ক্রীড়া সম্পাদক মেহেরাজ আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক আইরিন সুলতানা, নারী বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার,
সহ-নারী সম্পাদক অথৈ সাহা, সদস্য মো. রুবেল, মাহাদী হাসান, মেহজীল, মো. ফয়সাল, বিনায়ক সাহা, সুমাইয়া আক্তার, ইচ্ছা জামান ও মেঘ জামান।