বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ২২:১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দিনব্যাপী বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ঢাকাস্থ মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে বেশ ক'টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বয়সভিত্তিক বালক ও বালিকা সাঁতারে ৬টি ইভেন্ট এবং সিনিয়র বিভাগের পুরুষ ও মহিলা বিভাগে ৮টিসহ মোট ১৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলো হচ্ছে : সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা।

বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশ দলের খেলোয়াড়দের সমন্বয়ে লাল ও সবুজ দল গঠন করে ওয়াটারপোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়াটারপোলো খেলায় সবুজ দল ২-১ গোলো লাল দলকে পরাজিত করে।

পরে বিকেল ৪টায় সকল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম, এনডিসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দু বারের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়