বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২২:২৫

ত্রিদেশীয় সিরিজ জিতল বাংলাদেশ

চাঁদপুরকণ্ঠ রির্পোট
ত্রিদেশীয় সিরিজ জিতল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সে সিরিজ জয় নিশ্চিত করে টাইগার যুবারা।

রোববার (১০ আগস্ট ২০২৫) জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা।

প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান করেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। এরপর মাত্র ২৪ রানের ব্যবধানে বাংলাদেশ হারায় ৩ উইকেট।

একটা পর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬৫ রান। চতুর্থ উইকেটে ১১৭ রানের জুটি গড়েন রিজান হোসেন ও কালাম সিদ্দিকি। কালাম ৭৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৫ রান করে আউট হন।

এরপর উইকেটকিপার ব্যাটসম্যান আব্দুল্লাহর সঙ্গে জুটি গড়ে সেঞ্চুরির পথেই ছিলেন রিজান। কিন্তু দলীয় ২৪৫ রানে পঞ্চম উইকেটে ৬৩ রানের জুটি গড়ার পর আউট হয়ে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন।

সাজঘরে ফেরার আগে ৯৬ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে দলীয় সর্বোচ্চ ৯৫ রান করেন রিজান। তার ব্যাটিং নৈপুণ্যে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ যুব দল। ইনিংসের একিবারে শেষ দিকে ২৯ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন আব্দুল্লাহ।

টার্গেট তাড়া করতে নেমে রিজান হোসেন ও আল ফাহাদের গতির শিকার হয়ে ৪৮.৪ ওভারে ২৩৬ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ৩৩ রানে জয় পায় বাংলাদেশ। আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন আদনান। ৩৬ রান করেন সনি।

বাংলাদেশ যুব দলের হয়ে রিজান ৮.৪ ওভারে মাত্র ৩৪ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন। ৯ ওভারে ৫০ রান খরচ করে ৩ উইকেট নেন আল ফাহাদ। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়