প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০২:৪৮
দুবাইয়ে গোল্ডেন কোস্ট টেকনিক্যাল সার্ভিস কোম্পানির ৫ বছর পূর্তি উপলক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্ট

|আরো খবর
চাঁদপুর জেলার দক্ষিণ বালিয়া ইউনিয়ন বাখরপুর গ্রামের জয়নাল মাঝীর ছেলে আমির হোসেন মাঝী দীর্ঘ দিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতে সুনামের সাথে ব্যবসা করে আসছেন।বর্তমানে দুবাইয়ে উনার দুটি কোম্পানি রয়েছে।দুটি কোম্পানিতেই বাংলাদেশী শ্রমিকরা কাজ করেন।
গোল্ডেন কোস্ট টেকনিক্যাল সার্ভিস কোম্পানির ৫ বছর পূর্তি উপলক্ষ্যে আমির হোসেন মাঝী কোম্পানির শ্রমিকদের নিয়ে বিদেশের মাটিতে এক বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন।
৫ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কোম্পানির মালিক আমির হোসেন মাঝী।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুবাইয়ে বাংলাদেশী ব্যবসায়ী চাঁদপুর জেলার মহামায়া-র কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী শরীফ হোসেন, সার্ক সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক এবং দৈনিক চাঁদপুর কন্ঠের নিজস্ব প্রতিনিধি শরীফুল ইসলাম, দুবাইয়ে বাংলাদেশী ব্যবসায়ী আরিফুর রহমান, মাসুদুর রহমান,মহসীন শেখ,জামাল মিয়া,নূর উদ্দিন,কামরুল ইসলাম,শাহ্ পরান,সাদ্দাম হোসেন সহ আরও অনেকে।
হঠাৎ এমন আয়োজনে কোম্পানির শ্রমিকরা অনেক খুঁশি।শ্রমিকদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন,আমরা কখনো ভাবিনি হঠাৎ করে আমির ভাই এতো সুন্দর মহুত্ব আমাদের উপহার দিবেন।দেখেন উনি আজকে ফলফ্রুট দিয়ে নাস্তা এবং শেষে বিরিয়ানির ব্যবস্থা করেছেন মনে হচ্ছে আমরা কোন বিয়ে বাড়িতে আসছি।আমরা কোম্পানি কতৃপক্ষের নিকট আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।
তাছাড়া, কোম্পানির মালিক আমির হোসেন আমাদেরকে সতেজ ও মনোবল জোগাতে সবসময় আমাদের সাথে বন্ধুবান্ধবের মতো চলাফেরা করেন।যার কারনে আমরা সবসময় মনোযোগ সহকারে কাজ করতে পারছি,আমরা আমাদের অন্তরের অন্তস্তল থেকে উনার কোম্পানি ও উনার পরিবারের জন্য দোয়া করি।
ক্রিকেট টুর্নামেন্ট শেষ করে,গোল্ডেন কোস্ট টেকনিক্যাল সার্ভিস কোম্পানির মালিক আমির হোসেন মাঝী বিজয়ী দলের ক্যাপ্টিনের হাতে ট্রপি তোলে দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে সকলের নিকট তার কোম্পানি এবং তার পরিবার পরিজনের জন্য দোয়া চেয়েছেন।তিনি বলেন,বর্তমানে আমিরাতে বাংলাদেশের ভিসা সহ টান্সপার ভিসা বন্ধের কারনে আমি আমার ব্যবসাবাণিজ্য নিয়ে চিন্তিত।
এই প্রবাসে ভবিষ্যতে ব্যবসা অগ্রগতি বাড়াতে আমার বাংলাদেশের শ্রমিকদের শ্রমের বিকল্প নাই।তাই বাংলাদেশে বর্তমান সরকারের কাছে আবেদন যতদ্রুত সম্ভব ভিসা সংক্রান্ত সমস্যা সমাধান করুন।
আমরা প্রবাসীরা বাংলাদেশের সম্পদ,আমাদের সমস্যা মানে বাংলাদেশের অর্থনীতির চাকা দূর্বল।অতএব,আমি মনে করি বাংলাদেশের অর্থনীতি সচ্ছল রাখতে হলে প্রবাসী বাংলাদেশীদের সকল সমস্যা দ্রুত সমাধান করতে হবে।
পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ডিসিকে/এমজেডএইচ








