প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২১:৩৮
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা বুধবার(৩১ ডিসেম্বর ২০২৫) ঢাকায় আসছেন। জানাজার পর খালেদা জিয়ার দাফন সম্পন্ন হবে।
|আরো খবর
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদের ঢাকা আসার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার খবর ইতিমধ্যেই স্ব স্ব দেশের হাইকমিশনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিদের শ্রদ্ধা জানাতে আসার তথ্যও জানা গেছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন ও সংস্থা। ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩২ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সূত্র: যুগান্তর








