শুক্রবার, ২১ মার্চ, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১৬:১৪

রোববার ভিপি নুরের চাঁদপুর আগমনে প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক
রোববার ভিপি  নুরের চাঁদপুর আগমনে  প্রস্তুতি সভা

গণঅধিকার পরিষদ (জিওপি) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে’ আগামী রোববার (২৩ মার্চ ২০২৫) চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তাঁর চাঁদপুর আগমনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর-৩ থেকে ট্রাক প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক মো. জাকির হোসেন। তিনি বলেন, তারুণ্যের আইকন ২৪-এর গণঅভুত্থানে অন্যতম অংশীদারি দল গণধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চাঁদপুরে আগমনে আমরা আনন্দিত এবং উদ্বেলিত। এ আগমনে চাঁদপুরের মাটি ভিপি নুরের ঘাঁটি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জেলা ও উপজেলার সকল নেতা-কর্মীকে প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়ন করার জন্যে আন্তরিকভাবে সহযোগিতা ও কাজ করার আহ্বান জানান।

প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির সদস্য সিএম গালিফ, সামিউল প্রধান ও ওমর সালমান। সভায় উপস্থিত ছিলেন দাওয়াত উপ-কমিটির সদস্য আল আমিন সুমন, নুরুন্নবী, খলিলুর রহমান, পারভেজ, রুবেল চৌধুরীসহ গণ-যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়