বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২২

কচুয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. আলমগীর তালুকদার।।
কচুয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কচুয়ায় কেক কেটে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে কচুয়া পৌরসভার তৃপ্তি কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কচুয়া উপজেলা বিএনপির সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেনের পরামর্শক্রমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান। এ সময় তিনি বলেন, নারীদের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কচুয়ার মহিলা দলের নেত্রীদের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

মহিলা নেত্রী রোজিনা আক্তারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিলা নেত্রী নাছিমা আক্তার, ফাহিমিদা আক্তার, খাদিজা বেগম, রুমা আক্তার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী খোকন, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম অভি, পৌর ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি ইমাম হাছান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধানসহ কচুয়া পৌরসভা, সদর দক্ষিণ ইউনিয়ন, কচুয়া উত্তর ও কাদলা ইউনিয়নের মহিলা দলের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ কেক কেটে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

একইদিনে উপজেলার রহিমানগর ও সাচার বাজারে মহিলা দলের আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়