মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৪

বিশকাটালীতে প্রবাসীর গাছ কেটে ফেলা ও সুপারি লুট করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি।।
বিশকাটালীতে প্রবাসীর গাছ কেটে ফেলা ও সুপারি লুট করার অভিযোগ

ফরিদগঞ্জ উপজেলার বিশকাটালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আজিমের বাড়িতে গাছ কেটে ফেলা, সুপারি লুট ও প্রবাসীর স্ত্রীকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়, বিশকাটালী গ্রামের রফিকুল ইসলাম প্রবাসে থাকেন। কাইয়ুম হাসান মিস্টার একই গ্রামের বাসিন্দা। ২০২৪ সালে রফিকুল ইসলাম কাইয়ুম হাসান মিস্টারকে ভিসা দিয়ে সৌদি আরবে নিয়ে যান। তিন মাস থাকার পর তিনি নিজের ইচ্ছায় সৌদি আরব থেকে দেশে চলে আসেন। দেশে এসে

রফিকুল ইসলামের স্ত্রীর সাথে টাকা পয়সা নিয়ে প্রতিনিয়ত ঝামেলা করেন। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে সালিস বৈঠকের সিদ্ধান্ত হয়। কিন্তু ২৮ আগস্ট ২০২৫ সকাল সাড়ে ১০ টার সময় বিশকাটালী ৩ নং ওয়ার্ডের

এমরান হোসেন, কাইয়ুম হাসান মিস্টার ও হাইমচরের চরকৃষ্ণপুর গ্রামের ইউসুফ

সহ অজ্ঞাত ১৫/২০ জন লোক সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী রফিকুল ইসলামের ভোগ দখলীয় সম্পত্তি ও বসতবাড়ির বড়ো বড়ো তিনটি রেইনট্রি (কড়ই) ও পাঁচটি মেহগনি গাছ কেটে ফেলে এবং সুপারী বাগানের সুপারী গাছ থেকে পেড়ে

নিয়ে যায়।

এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী খাদিজা বেগম বলেন, আমি গ্রামের বাড়িতে থাকি না। সন্তানদের লেখাপড়ার জন্যে আমি চাঁদপুর শহরে থাকি। ঘটনার বিষয়ে বাড়ি থেকে আমাকে ফোন করলে আমি তাৎক্ষণিক চাঁদপুর থেকে এসে বাধা প্রদান করি। এ সময় আমাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে হাতে দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে আমি যদি থানায় কোনো মামলা করি তাহলে আমাকে ও আমার সন্তানদেরকে খুন করে ফেলবে ।

বিষকাটালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. ইউসুফ বলেন, বিদেশে নেওয়ার টাকাকে কেন্দ্র করে কাইয়ুম হাসান মিস্টার গাছ কেটে ফেলে।

আজিমের বাড়ির লোকজন বলেন, কাইয়ুম হাসান মিস্টার গাছ কেটে ফেলে।

এ বিষয়ে

কাইয়ুম হাসান মিস্টারের মোবাইলে ফোনে একাধিকবার ফোন করলে ফোন রিসিভ করেন নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়