প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮
রাশেদা বেগম হীরার স্বামীর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির শোক

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য, সংরক্ষিত আসনের সাবেক দুবারের মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার স্বামী, খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম মজুমদার রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ঢাকা পিজি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
রফিকুল ইসলাম মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।
নেতৃদ্বয় শোক বার্তায় বলেন, মরহুম রফিকুল ইসলাম মজুমদার সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা ছিলেন এবং ব্যক্তি জীবনে সুনামের সাথে দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। তিনি দেশ ও সমাজের অনেক কল্যাণময় কাজে নিয়োজিত ছিলেন। তা ছাড়া জাতীয়তাবাদের রাজনীতিতে তিনি তাঁর স্ত্রী রাশেদা বেগম হীরাকে অনুপ্রাণিত এবং যথেষ্ট সহযোগিতা করেছেন বলে আমরা অবগত আছি।
নেতৃবৃন্দ মরহুম রফিকুল ইসলাম মজুমদারের রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক
মো. হযরত আলী ঢালী এ শোকবার্তার কথা জানিয়েছেন।