বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৪

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি পাস ৩য় বর্ষের পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি পাস ৩য় বর্ষের পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি পাস ৩য় বর্ষের পরীক্ষার্থীদের মিলাদ, দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজ্জাম্মেল হুসাইন। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি পাস ৩য় বর্ষের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজ্জাম্মেল হুসাইনের সভাপতিত্বে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মো. আকতার হোসেন, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্লাহ, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাকসুদুর রহমান, সহকারী অধ্যাপক মো. শাহজাহান সরকার, সহকারী অধ্যাপক মো. এয়াছিন মিয়া প্রমুখ।

পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গ্রন্থাগার প্রভাষক ফয়েজ আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আবুল কাশেম। এ সময় অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়