প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ২১:০২
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ১৫ সদস্যের গভর্নিং বডি গঠন

ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডি গঠন করা হয়েছে। ১৫ সদস্যের এ গভর্নিং বডির সভাপতি হয়েছেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) মো. জামাল হোসেন মজুমদার। সদস্য সচিব হয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুয্যাম্মেল হুসাইন।
|আরো খবর
এক প্রতিক্রিয়ায় সভাপতি বলেন, আমি কলেজ উন্নয়নের জন্যে কাজ করে যাবো, যাতে করে শিক্ষার মানোন্নয়ন হয়। পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীরা যেনো অর্থের অভাবে ঝরে না পড়ে সেদিকে আমার নজর থাকবে। গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ দাতা পরিবারের সকলের সহায়তায় আমি কাজ করবো।
কমিটির অপর সদস্যরা হলেন : দাতা সদস্য আলহাজ্ব মো. আব্দুল মান্নান, হিতৈষী সদস্য এমএ বাশার, প্রতিষ্ঠাতা সদস্য মো. মঞ্জুর হোসেন মজুমদার, বিদ্যোৎসাহী সদস্য এসএম আক্তার হোসেন, মোস্তফা মজুমদার সুমন, মো. এমরান হোসেন ও মো. মিজানুর রহমান সজিব, অভিভাবক সদস্য মো. কামরুল হাসান, মো. মিজানুর রহমান, মো. আব্দুল হান্নান মুন্সী এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাকছুদুর রহমান, বিলকিস আরা বেগম ও মো. আনিছুর রহমান।
নবগঠিত কমিটির সদস্যরা সভাপতির নেতৃত্বে শিক্ষার মানোন্নয়নে কাজ করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।