শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ২১:০২

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ১৫ সদস্যের গভর্নিং বডি গঠন

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ১৫ সদস্যের গভর্নিং বডি গঠন

ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডি গঠন করা হয়েছে। ১৫ সদস্যের এ গভর্নিং বডির সভাপতি হয়েছেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) মো. জামাল হোসেন মজুমদার। সদস্য সচিব হয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুয্যাম্মেল হুসাইন।

এক প্রতিক্রিয়ায় সভাপতি বলেন, আমি কলেজ উন্নয়নের জন্যে কাজ করে যাবো, যাতে করে শিক্ষার মানোন্নয়ন হয়। পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীরা যেনো অর্থের অভাবে ঝরে না পড়ে সেদিকে আমার নজর থাকবে। গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ দাতা পরিবারের সকলের সহায়তায় আমি কাজ করবো।

কমিটির অপর সদস্যরা হলেন : দাতা সদস্য আলহাজ্ব মো. আব্দুল মান্নান, হিতৈষী সদস্য এমএ বাশার, প্রতিষ্ঠাতা সদস্য মো. মঞ্জুর হোসেন মজুমদার, বিদ্যোৎসাহী সদস্য এসএম আক্তার হোসেন, মোস্তফা মজুমদার সুমন, মো. এমরান হোসেন ও মো. মিজানুর রহমান সজিব, অভিভাবক সদস্য মো. কামরুল হাসান, মো. মিজানুর রহমান, মো. আব্দুল হান্নান মুন্সী এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাকছুদুর রহমান, বিলকিস আরা বেগম ও মো. আনিছুর রহমান।

নবগঠিত কমিটির সদস্যরা সভাপতির নেতৃত্বে শিক্ষার মানোন্নয়নে কাজ করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়