প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ২১:২৮
রোববার শেখ মো. সিরাজুল হক মাস্টারের চতুর্থ মৃত্যুবার্ষিকী

মরহুম শেখ মো. সিরাজুল হক মাস্টারের রোববার (১৩ এপ্রিল ২০২৫) চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। চাঁদপুর শহরের ষোলঘর পাকা মসজিদ এলাকার প্রবীণ শিক্ষক তিনি। ২০২১ সালের ১৩ এপ্রিল প্রথম রোজার প্রথম তারাবীতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি পরলোকগমন করেন। (ইন্নালিল্লাহ........রাজেউন)। ১৯৬৭ সালে তিনি সেনাবাহিনীতে চাকরি নেন। পরবর্তীতে পূর্ব পাকিস্তানের করাচীতে যোগদান করার কথা থাকলেও পর আর যোগদান করেননি। অবশেষে নিজ এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্যে শিক্ষকতা পেশা বেছে নেন। তিনি শিক্ষকতা শুরু করেন চাঁদপুর সদর উপজেলা ফিশারী গেইট দবেদার স্কুল (পূর্ব নাম) বর্তমানে মধ্য তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অতঃপর তিনি মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজরাজেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মঠখোলা খলিশাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। অতঃপর ২০০৫ সালে তিনি ঐ স্কুল থেকে অবসরগ্রহণ করেন। মৃত্যুকালীন সময়ে বহু শিক্ষানুরাগী, আত্মীয় স্বজন ও স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে যান।
শেখ মো. সিরাজুল হক মাস্টারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে।