রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৭:৪৩

ঈদের আগের বাস ভাড়া অপরিবর্তিত

কচুয়ার ইউএনও'র সাথে সুরমা বাস মালিক সমিতির বৈঠক

কচুয়ার ইউএনও'র সাথে সুরমা বাস মালিক সমিতির বৈঠক
আলমগীর তালুকদার

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরীর সাথে সুরমা বাস মালিক সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল ২০২৫) দুপুরে ইউএনও'র কার্যালয়ে বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আয়োজিত বৈঠকে বাসের ভাড়া, সড়কে চলাচলের নিয়মকানুন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার বাস মালিকদের সাথে বিআরটিএ কর্তৃক কচুয়া-ঢাকা সড়কে নির্ধারিত বাস ভাড়ার বিষয়ে কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা না পাওয়ায় ৫ আগস্টের পর যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সে মোতাবেক ভাড়া আদায়ের বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন । মালিকগণ সে মোতাবেক ভাড়া আদায়ে একমত পোষণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাস মালিক সমিতি কচুয়া -ঢাকা ২০০ টাকা , হাজীগঞ্জ-ঢাকা ২২০ টাকা, রহিমানগর-ঢাকা ২২০ টাকা, কাশিমপুর -ঢাকা ২২০ টাকা, পালাখাল-ঢাকা ১৮০ টাকা, সাচার-ঢাকা ১৬০ টাকা করে ভাড়া আদায় করবে। তিনি চালক ও তার সহযোগীদেরকে যাত্রীদের সাথে ভালো আচরণের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার বলেন, আমরা বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নিচ্ছি। ঈদুল ফিতর উপলক্ষে কয়েকদিন কিছু ভাড়া বেশি নেওয়া হয়েছে, যা বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে কম। উপজেলা নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী কচুয়ার বিভিন্ন স্টপেজ থেকে পূর্বের ন্যায় ভাড়া নেওয়া হবে। বৈঠকে সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম, সুরমা বাস মালিক সমিতির সহ-সভাপতি আলী আশ্রাফ, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক এমদাদ পাটওয়ারী ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়