প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ২২:৪৭
জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের জন্যে জেলা প্রশাসকের ঈদ উপহার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাঁদপুরে আহত এবং নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক। আন্দোলনে আহত চাঁদপুর জেলার প্রায় ১৪৫ জন এবং নিহত ৩১জনের পরিবারের কাছে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নির্দেশনায় শনিবার (২৯ মার্চ ২০২৫) জেলার প্রতিটি উপজেলায় শহীদ ও আহত পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে ঈদ উপহার।
|আরো খবর
জুলাই আন্দোলনে নিহত চাঁদপুর পৌরসভার রঘুনাথপুর এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেনের পিতা জসিম রাজা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসক সাহেবের দেয়া ঈদ উপহার পেলাম। আমার পরিবার তাঁর কাছে কৃতজ্ঞ। আমাদের বিশেষ দিনে স্মরণ করা হয়েছে। আমি এবং আমার পরিবার আমার সন্তানের আত্মত্যাগের বিনিময়ে এতোটুকুই প্রত্যাশা করি। জুলাই আন্দোলনে আহত শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা মোতাহার হোসেনের পিতা জহিরুল হোসেন ঈদ উপহার পেয়ে জানান, আমার ছেলে আন্দোলনে আহত হয়েছে। সে যে যন্ত্রণা অনুভব করেছে! জেলা প্রশাসনের এমন উদ্যোগে তা কিছুটা মুছে গেছে। আমাদের স্মরণে রাখা হয়েছে এর চাইতে বড় প্রাপ্তি আমাদের কাছে আর কিছু নেই। আমরা এমন উদ্যোগের জন্যে জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।
জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের কাছে ঈদ উপহার পাঠানো বিষয়ে জেলা প্রশাসক মোহসীন উদ্দিন বলেন, আমরা চেষ্টা করছি জুলাই-আগস্টে আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে। অনেক পরিবারের নিহত ও আহত সদস্যটি ছিলো একমাত্র আয়ের উৎস। সামনে ঈদুল ফিতর। সেই পরিবারগুলোর কথা চিন্তা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস।