মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ২২:৪৭

জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের জন্যে জেলা প্রশাসকের ঈদ উপহার

স্টাফ রিপোর্টার॥
জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের জন্যে  জেলা প্রশাসকের ঈদ উপহার
চাঁদপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেয়া হচ্ছে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের কাছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাঁদপুরে আহত এবং নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক। আন্দোলনে আহত চাঁদপুর জেলার প্রায় ১৪৫ জন এবং নিহত ৩১জনের পরিবারের কাছে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নির্দেশনায় শনিবার (২৯ মার্চ ২০২৫) জেলার প্রতিটি উপজেলায় শহীদ ও আহত পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে ঈদ উপহার।

জেলা প্রশাসকের দেয়া ঈদ উপহারের মধ্যে রয়েছে সেমাই, চিনি, গুঁড়ো দুধ, কিচমিচ, তৈল ও আতপ চাল। এছাড়া একই সাথে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ২৯ শহীদ পরিবারের ঈদ উপহার পৌঁছে দেয়া হয়েছে শহীদ পরিবারের কাছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে প্রশংসনীয় মনে করেন সচেতন মহল ও জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার। তারা মনে করেন, বিশেষ দিবস কিংবা বিশেষ মুহূর্তে যদি জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণ করা হয় তাহলেই তাদের আত্মত্যাগ বা আহত হওয়ার যন্ত্রণা সহ্য করা সার্থক হবে। পরিবারের কাছে মনে হবে সন্তান দেশের জন্যে কিছু করেছিল। তারা সকলেই জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের প্রতি।

জুলাই আন্দোলনে নিহত চাঁদপুর পৌরসভার রঘুনাথপুর এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেনের পিতা জসিম রাজা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসক সাহেবের দেয়া ঈদ উপহার পেলাম। আমার পরিবার তাঁর কাছে কৃতজ্ঞ। আমাদের বিশেষ দিনে স্মরণ করা হয়েছে। আমি এবং আমার পরিবার আমার সন্তানের আত্মত্যাগের বিনিময়ে এতোটুকুই প্রত্যাশা করি। জুলাই আন্দোলনে আহত শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা মোতাহার হোসেনের পিতা জহিরুল হোসেন ঈদ উপহার পেয়ে জানান, আমার ছেলে আন্দোলনে আহত হয়েছে। সে যে যন্ত্রণা অনুভব করেছে! জেলা প্রশাসনের এমন উদ্যোগে তা কিছুটা মুছে গেছে। আমাদের স্মরণে রাখা হয়েছে এর চাইতে বড় প্রাপ্তি আমাদের কাছে আর কিছু নেই। আমরা এমন উদ্যোগের জন্যে জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।

জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের কাছে ঈদ উপহার পাঠানো বিষয়ে জেলা প্রশাসক মোহসীন উদ্দিন বলেন, আমরা চেষ্টা করছি জুলাই-আগস্টে আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে। অনেক পরিবারের নিহত ও আহত সদস্যটি ছিলো একমাত্র আয়ের উৎস। সামনে ঈদুল ফিতর। সেই পরিবারগুলোর কথা চিন্তা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়