রবিবার, ২৭ জুলাই, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৭:৩৭

সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম

অনন্যা নাট্যগোষ্ঠীর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥
অনন্যা নাট্যগোষ্ঠীর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

'আমরা অনন্যা--নাটক আমাদের রক্তঘামের ফসল' এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সদস্য সংগঠন চাঁদপুরের অনন্যা নাট্যগোষ্ঠীর কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে (৩য় তলা) অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শহীদ পাটোয়ারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোবারক সিকদার। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. আলমগীর হোসেন পাটওয়ারী। এছাড়া অন্যান্য দাপ্তরিক পদে মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন যারা, তারা হচ্ছেন : সহ-সভাপতি পদে যথাক্রমে জয়রাম রায়, খাজা আহমেদ (হেলাল সুখ), মোবারক হোসেন সিকদার ও ফয়সাল ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যথাক্রমে সাবিত্রী রাণী ঘোষ ও মো. আলমগীর হোসেন পাটওয়ারী, সম্পাদক (সাংগঠনিক) পদে যথাক্রমে দুলাল সরকার ও শরীফুল ইসলাম, সম্পাদক (অর্থ) পদে ফাতেমাতুজ জোহরা, সম্পাদক (দপ্তর) পদে সীমা ইসলাম, সম্পাদক (প্রচার ও প্রকাশনা) পদে এইচ এম জাকির হোসেন ও সম্পাদক (মহিলা বিষয়ক) পদে রুনা আক্তার আশা। এছাড়া নির্বাহী সদস্য পদে যথাক্রমে মো. হানিফ, চন্দন সরকার, মৃনাল সরকার, জসীম মেহেদী, ওমর ফারুক, মানিক দাস, অ্যাড. ইয়াছিন ইকরাম, শাওন পাটওয়ারী ও দীপক ভট্টাচার্য।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মো. হানিফ এবং কমিশনার ছিলেন যথাক্রমে চন্দন সরকার, জয়রাম রায়, ফয়সাল ফরাজী ও অ্যাড. ইয়াছিন ইকরাম। এদিকে নির্বাচনের পূর্বে বিকেল সাড়ে ৫টায় অনন্যা নাট্যগোষ্ঠীর বার্ষিক সাধারণ সভা শুরু হয়। অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক চন্দন সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আলমগীর হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় সভার শুরুতেই সূচনা বক্তব্য রাখেন সভার সভাপতি চন্দন সরকার। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন মো. আলমগীর হোসেন পাটওয়ারী। সভায় বিভিন্ন এজেন্ডার ওপর বক্তব্য রাখেন মো. হানিফ, শহীদ পাটোয়ারী, খাজা আহমেদ (হেলাল সুখ), জয়রাম রায়, কামরুল ইসলাম, মৃনাল সরকার, জসীম মেহেদী, মোবারক হোসেন সিকদার, দুলাল সরকার, শাওন পাটওয়ারী, অ্যাড. ইয়াছিন ইকরাম প্রমুখ। পরে গঠনতন্ত্র সংশোধনের ওপর আলোচনা পর্ব শেষে সভাপতি চন্দন সরকার নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্যে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সম্পন্ন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়